রাজনীতি
আবরার হত্যা পরিকল্পনার মেসেঞ্জার ফাঁস।

বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে মেরে হল থেকে বের করে দেবার পরিকল্পনা করেছিল হত্যাকারীরা। হত্যার আগের দিন সেই পরিকল্পনা করা হয়।বুয়েটের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি শেরে বাংলা হল শাখার ছাত্রলীগের ১৬ তম ব্যাচের নেতা-কর্মীদের এই নির্দেশ দিয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব তথ্য উঠে এসেছে।
জানা গেছে, বুয়েট ও শেরেবাংলা হল ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে তৈরি ‘এসবিএইচএসএল ১৫+১৬’নামে ফেসবুকের একটি মেসেঞ্জার গ্রুপে গত শনিবার (৫ অক্টোবর) বেলা ১২টা ৪৭ মিনিটে এমনই নির্দেশ দেন তিনি।