খেলা

“লিও জেলা ৩১৫বি২, বাংলাদেশ” এর উদ্যোগে আয়োজিত ‘অক্টোবর সার্ভিস ফেষ্ট-২০১৯’

রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় অবস্থিত ‘বছিলা উচ্চ বিদ্যালয়’ প্রাঙ্গনে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রায় ৫০০ জনকে বিনামূল্যে
স্বাস্থ্য সেবা, চক্ষু পরীক্ষা, দন্ত চিকিৎসা, রক্তের গ্রুপ নির্নয়, রক্ত চাপ নির্নয়, ডায়াবেটিস নির্নয়, দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ, স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালকে রক্তদান করা হয়।

এতে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি২, বাংলাদেশ এর সম্মানিত গভর্নর ‘লায়ন মোবারক হোসেন এমজেএফ’, ২য় ভাইস গভর্নর ‘লায়ন এটিএম নজরুল ইসলাম এমজেএফ’, কেবিনেট সেক্রেটারি ‘লায়ন শাহাদাৎ হোসাইন এমজেএফ’, কেবিনেট ট্রেজারার ‘লায়ন একেএম নেয়ামত উল্লাহ্ বাবু’, রিজিয়ন চেয়ারপার্সন (হেড কোয়ার্টার) ‘লায়ন এবিএম আনোয়ারুল বাসেত এমজেএফ’, রিজিয়ন চেয়ারপার্সন ‘লায়ন শফিউল আলম শামীম এমজেএফ’, ‘লায়ন মুনীরুজ্জামান খন্দকার’, ‘লায়ন আনোয়ারুল হক ভুইয়া’, লিও ক্লাব চেয়ারম্যান ‘লায়ন শেখ ওবায়েদ উল্লাহ্’, আমাদের প্রাউড পাষ্ট ‘লায়ন এটিএম মোস্তাকিম বিল্লাহ্ মুকিম’, ‘লায়ন মোহাম্মদ জাফর ইকবাল’, অক্টোবর সার্ভিস উইক-২০১৯ অবজারভার ‘লায়ন ব্যারিস্টার সিফাত মাহমুদ আব্দুল্লাহ্’, লিও জেলা সভাপতি ‘লিও মোহাম্মদ ইমরান হোসাইন’, সহ-সভাপতি ‘লিও সামিউল আহসান অনিক’, সেক্রেটারি ‘লিও মোহাম্মদ তৌকির রহিম রিসাত’, জয়েন্ট সেক্রেটারি ‘লিও জাকিয়া সুলতানা’, ‘সার্ভিস উইক-২০১৯ কমিটির চেয়ারম্যান ‘লিও মোহাম্মদ রিফাত রহমান’, কো-চেয়ারম্যান ‘লিও মোহাম্মদ মানিক হোসাইন’, ‘লিও মোহাম্মদ ইমরান মোর্শেদ’, ট্রেজারার ‘লিও এস এম মোক্তাদির হাসান সিফাত’, সদস্য ‘লিও কাজী শামসুল আলম রাহি’, ‘লিও শেখ শাহরিক হাসান’, ‘লিও শাহজাদা বিশাল’ সহ বিভিন্ন লিও ক্লাবের প্রায় ১৫ জন লিও সদস্য।

সেই সাথে সার্বিক সহযোগিতার জন্য ‘লিও মিনহাজুল ইসলাম’ এবং ‘বছিলা ক্রিয়েটিভ ক্লাব’ এর জন্য রইল শুভেচ্ছা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button