অর্থ বাণিজ্য

পেঁয়াজের দাম কেজিতে কমলো ১০ টাকা।

কেজিতে মাত্র ১০ টাকা কমলো সব ধরনের পেঁয়াজ। রাজধানীর পাইকারি বাজারে দেশি পেঁয়াজ ৯০ টাকা, মজুত থাকা ভারতীয় পেঁয়াজ ৮০ টাকা এবং নতন আমদানি করা পেঁয়াজ ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে, রাজধানীর ৩৫টি পয়েন্টে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনেকেই পেঁয়াজ না পেয়ে খালি হাতে ফিরেছেন। বন্যা-বৃষ্টির কারণে ভারতেই বেড়েছে পেঁয়াজের দর। একপর্যায়ে অভ্যন্তরীন বাজার নিয়ন্ত্রণে ভারতীয় কর্তৃপক্ষ পেঁয়াজ রপ্তানী না করার সিদ্ধান্ত নেয়। এর পরই লফিয়ে বাড়তে থাকে সব ধরনের পেঁয়াজের দাম।
গেলো সোমবার বিকেল থেকেই বাংলাদেশে পাইকারি ও খুচরা বাজারে ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হয়েছে পেঁয়াজ। সরকারের নানা উদ্যোগের পরও পেয়াজের দাম কমলো কেজিতে মাত্র ১০ টাকা।
খোলা বাজারে তৃতীয় দিনের মতো ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। দীর্ঘ লাইনে দাড়িয়ে পেঁয়াজ কিনছেন ক্রেতারা। আবার আগেভাগে ফুরিয়ে যাওয়ায় অনেকেই খালি হাতে ফিরেছেন। যারা কিনতে পেরেছেন তারা সন্তুষ্ট।
এদিকে, শিগগিরই পেঁয়াজের বাজার স্থীতিশীল হবে বলে জানিয়েছে টিসিবি ডিলার সমিতির সভাপতি।
সবার হাতে পন্যটি তুলে দিতে খোলা বাজারে ট্রাকের সংখ্যা আরো বাড়ানো কথা ভাবছে টিসিবি।

Related Articles

Leave a Reply

Back to top button