জাতীয়
পদত্যাগ করবেন না জাবি উপাচার্য ফারজানা ইসলাম।
কোনো ধরনের চাপে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্বিবদ্যালয়ের উপাচার্য ডক্টর ফারজানা ইসলাম। এদিকে ভিসির পদত্যাগের দাবিতে ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে আন্দোলনকারি শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে লাল কার্ড প্রদর্শন করে নতুন কর্মসূচিতে অংশ নেয় আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, উপাচার্য ফারজানা ইসলাম ও তার পরিবারের সদস্যরা দুর্নীতিতে জড়িত। এজন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলার সময়ের মধ্যেই উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম দেয়া হয়েছিল।
তবে এরমধ্যে ভিসি পদত্যাগ না করায় সর্বাত্মক ধর্মঘট পালনসহ প্রশাসনিক ভবন অবরোধ ও ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থী ও শিক্ষকরা।