খেলা

সাফ অনুর্ধ্ব ১৮ ফুটবল: শেষ মিনিটের গোলে পারলো না বাংলাদেশ

শেষরক্ষা হলো না বাংলাদেশ যুবাদের। সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলে যোগকরা সময়ের গোলে ভারতের কাছে ২-১ গোলে হেরেছে তারা।
নেপালের রাজধানী কাঠমুন্ডুতে শেষ ৫০ মিনিট ভারতের ১০ জনের বিপক্ষে ৯ জন নিয়ে খেলে বাংলাদেশ। গোটা ,ম্যাচটাই ছিলো উত্তজনায় ঠাসা। গোল, পাল্টা গোলে সমতা, তিন-তিনটি লাল কার্ড, প্রথমার্ধের শেষের থেকে বাংলাদেশ নয়জন নিয়ে খেলে। ৯০ মিনিট পর্যন্ত ম্যাচটি ছিল ১-১ গোলে ড্র। ৯১ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত গোলে ফাইনালের মীমাংসা করে দেয় রবি বাহাদুর।
ম্যাচে ২ মিনিটেই গোল খেয় বসে বাংলাদেশ। ২১ মিনিটে একটা ফাউলকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে একরকম হাতাহাতিই লেগে যায়। লালকার্ড দেখানো হয় দুই দলের দুজনকে। বাংলাদেশের ইয়াসিন আরাফাত দেখেন হলুদ কার্ড। কিন্তু ৩৯ মিনিটে ঝলক দেখান সেই ইয়াসিনই। সমতায় ফিরলেও জার্সি খুলে উদ্‌যাপন করতে গিয়ে লাল কার্ড দেখেন তিনি। বাকিটা সময় ৯ জন নিয়ে লড়েছে বাংলাদেশ। কিন্তু শেষ মুহূর্তের গোলে স্বপ্ন ভাঙে যুবাদের। এই হারে টানা দ্বিতীয়বারের মতো রানার্সআপ বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Back to top button