
আন্তর্জাতিক
ভীষণ চটেছেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে করা ফোনালাপ ফাঁসকারির ওপর ভীষণ চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউস থেকে তথ্য ফাঁসকারীকে খুজে বের করার কথাও বলেছেন তিনি। তবে ফাঁসকারীর ওপর চড়াও না হওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে গোয়েন্দা বিভাগের স্থায়ী কমিটিসহ তিনটি কমিটির চেয়ারম্যানরা। মার্কিন গণমাধ্যম বলছে তথ্য ফাঁসকারী কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা। সম্প্রতি বেরিয়ে আসে, সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টারের বিরুদ্ধে তদন্তের জন্য ইউক্রেইনের প্রেসিডেন্টকে বারবার অনুরোধ করেছেন ট্রাম্প। এমনকি ২০২০ সালের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বিদেশের হস্তক্ষেপ নেয়ার জন্যও চেষ্টা চালিয়েছেন তিনি।