আন্তর্জাতিক
মধ্যাহ্নভোজে ট্রাম্প-হাসিনা আলোচনা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আন্তরিক মতবিনিময় করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে
মহাসচিবের মধ্যাহ্নেভােজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা হয়ে যায় মার্কিন প্রেসিডেন্টের।
মার্কিন প্রেসিডেন্টের ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভন্ন বিষয় নিয়ে বেশ খানিকটা সময় আলোচনা করেন।
পরে জাতিসংঘ মহাসচিব অ্যন্তনিও গুতেরেস জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মের্কেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বের শীর্ষ নেতাদের সাথে একই টেবিলে বসে মধ্যাহ্ন ভোজ সারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।