জাতীয়

আওয়ামী লীগের অনেকেই নজরদারিতে: ওবায়দুল কাদের

দেশে চলমান শুদ্ধি অভিযানে আওয়ামী লীগের বেশ কিছু নেতা নজরদারিতে আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আওয়ামী লীগের ১০৭ জন নেতার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারির সংবাদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “বাইরে যাওয়ার বিষয়ে কতজনের বিরুদ্ধে নির্দেশনা রয়েছে আমি জানি না। সার্ভেইল্যান্সে আছে অনেকে, সেটা আমি জানি। সংখ্যাটা আমি ঠিক জানি না।”
দলের শীর্ষ পর্যায়ের নেতারা নজরদারিতে আছে কিনা? এ প্রশ্নে তিনি বলেন, “সব তো আওয়ামী লীগের লোকজনই। আগে কোন দল ছিল এটা বলে তো লাভ নেই। আমি আমার দলে নিলাম কেন? এখন সে আমার দলের পরিচয়ই ব্যবহার করছে। কাজেই আমি ঘর থেকেই অভিযান শুরু করেছি।”
গত বুধবার ঢাকার মতিঝিলের ফকিরাপুল ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স ক্লাব এবং মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রে র‌্যাবের অভিযানে অবৈধ ক্যাসিনোর পাশাপাশি সেগুলো পরিচালনায় যুবলীগ নেতাদের জড়িত থাকার বিষয়টি প্রকাশ পায়।
ওই দিনই গ্রেপ্তার করা হয় যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে, পরদিন কলাবাগান ক্লাব থেকে গ্রেপ্তার করা হয় কৃষক লীগের নেতা শফিকুল আলম ফিরোজকে। দুদিন পর গ্রেপ্তার করা হয় ঠিকাদার জি এম শামীমকে, যিনি নিজেকে যুবলীগ নেতা হিসেবে পরিচয় দিতেন।
ক্যাসিনো আইনি কাঠামোর মধ্যে আনার বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেই বলেও বলেও ওবায়দুল কাদের।

Related Articles

Leave a Reply

Back to top button