জাতীয়

রাঘববোয়াল বুঝি না, অপরাধ করলেই ধরা পড়বে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘অপরাধীরা কে কোথায় আছে সেটি বড় কথা নয়, বড় কথা হলো কে কতটুকু অপরাধ করেছে। চুনোপুঁটি-রাঘববোয়াল বলতে কিছু বুঝি না। যারা অপরাধ করবে তাদেরকেই ধরা হবে, শাস্তি পেতে হবে। অপরাধে জড়িত হওয়ায় আওয়ামী লীগের সংসদ সদস্যকেও ছাড় দেওয়া হয়নি। তাকেও গ্রেফতার করা হয়েছে।’সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, অবৈধ ব্যবসা ও টেন্ডারবাজির মতো অপকর্মের বিরুদ্ধে এই অভিযান চলছে। যেখান থেকেই তথ্য আসছে সেই তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা কাজ করছে। গডফাদার বা গ্র্যান্ডফাদার বলতে কাউকে চিনি না। অপরাধ যে করবে তাকেই শাস্তি পেতে হবে।অপরাধীরা যাতে পালাতে না পারে সেজন্য বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করবেন কিনা সাংবাদিকদের এ প্রশ্নের উত্তের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রেড অ্যালার্ট জারি করার কিছু নেই। ইমিগ্রেশনে সবসময় অপরাধীদের একটি তালিকা থাকে যেন তারা পালাতে না পারে। এটি চলমান প্রক্রিয়া।’ এত বড় বড় ক্যাসিনো মেশিন এলো কীভাবে, এ ব্যাপারে সাংবাদিকদের আসাদুজ্জামান খান বলেন, ‘আসলে এই সম্পর্কে আমি ততো ভালো বুঝি না। হতে পারে ছোট ছোট পার্স বা যন্ত্রাংশ বাংলাদেশে এনে সেগুলো অ্যাসেম্বল করা হয়েছে। তবে কীভাবে এগুলো এসেছে সেগুলো দেখা হবে।’প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা অর্জনের জন্য এই অভিযান পরিচালনা হচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার কোনও ঘাটতি নেই। উনি সুশাসন প্রতিষ্ঠার নির্দেশনা দিচ্ছেন, জনপ্রিয়তা অর্জনে নয়।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button