প্রবাসে
বিক্ষোভে অচল হংকং।
হংকং-এ সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা রাস্তা ও ট্রেন স্টেশন অবরোধ করায় পুরো শহর অচল হয়ে আছে।বিক্ষোভের অংশ হিসেবে পুলিশ স্টেশনে হামলা চালায় বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে সরকার বিরোধী বিক্ষোভকারীদের তুমুল সংঘর্ষ হয়েছে। একইসাথে, পরিবহন ধর্মঘটের ডাক দেয় বিক্ষোভকারীরা। এতে অচল হয়ে পড়ে পুরো শহর। বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। অপ্রীতিকর ঘটনা এড়াতে বাতিল করা হয় বিমানের শতাধিক ফ্লাইট। এ আন্দোলন হংকং-কে বিপজ্জনক পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছেন প্রধান নির্বাহী ক্যারি লাম।