পরিকল্পিত প্রকল্পের তাগিদ এলজিআরডি মন্ত্রীর।
প্রকল্প পরিকল্পিত না হলে, যথাসময়ে এবং যথাযথ টাকায় বাস্তবায়ন সম্ভব নয় বলে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী অ্যাডভোকেট তাজুল ইসলাম। আর, অপচয় কমানো গেলে বাংলাদেশ নির্দ্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে বলে আশা করছে এশিয় উন্নয়ন ব্যাংক এডিবি। রাজধানীর একটি হোটেলে ফাস্টার প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন শীর্ষক সেমিনারে বক্তারা উন্নয়নের নানা চিত্র ও বাধাগুলো তুলে ধরেন। গেলো ১০ বছরে বিদ্যুৎ, যাতায়াত, কৃষিসহ নানা খাতে বাংলাদেশের অগ্রগতি উল্লেখ করার মতো। তৈরী পোষাক, সবজি, চাল এবং আমের উৎপাদনেও ঈর্ষনীয় সফলতা বাংলাদেশের।বাংলাদেশে প্রকল্প সহায়তার বিবেচনায় এশিয় উন্নয়ন ব্যাংক এডিবি গুরুত্বপূর্ণ অংশিদার। উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে উন্নয়ন প্রকল্পে আরো মনোযোগি হওয়ার পরামর্শ এডিবির।আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশের অগ্রগতিতে এডিবির ভূমিকার প্রশংসা করেন স্থানীয় সরকার মন্ত্রী। দেশের উন্নয়নে বড় প্রকল্পের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।এডিবির সহযোগিতায় বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোতে গতি সঞ্চার হবে বলেও আশা করেন স্থানীয় সরকার মন্ত্রী।