রাজনীতি
সরকারের সব পর্যায়ে দুর্নীতি: ফখরুল

সরকারের উচ্চ পর্যায় থেকে তৃনমূল পর্যন্ত দূর্নীতিতে নিমজ্জিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ছাত্রদলের নবনির্বাচিত কমিটির সদস্যদের সাথে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র নেতারা। পরে মির্জা ফখরুল বলেন,গত কয়েকদিনের অভিযানে প্রমানিত হয়েছে সরকার দূর্নীতি দমনে ব্যর্থ হয়েছে। কেঁচো খুড়তে সাপ বের হয়ে আসছে বলেও মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, সরকারের সব অপকর্ম ফাঁস হয়ে গেছে। দায় এড়াতেই এর সাথে বিএনপিকে জড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব ।