বিবিধ
নদী বাঁচাতে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
নদী রক্ষা আন্দোলনে প্রতিক্রিয়াশীলদের অনুপ্রবেশ রুখে দেয়ার আহবান জানালেন, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। নদী দখলকারীদের তালিকা প্রকাশ ও আইনী ব্যবস্থা নেবার দাবী জানিয়েছেন নদী রক্ষা সংশ্লিষ্টরা। অর্থনৈতিক প্রবাহ ও বাণিজ্যিক কার্যক্রমের অন্যতম মাধ্যম নদীপথ। গত কয়েক দশকে দেশের প্রধান নদীগুলোর গতি প্রবাহ কমেছে, দখলের কারণে অস্তিত্বও ধ্বংস হতে বসেছে।এ অবস্থায় বিশ্ব নদী দিবস উদযাপন করেছে বাংলাদেশ নদী কমিশন ও বিশ্ব নদী দিবস উদযাপন পরিষদ। জাতীয় জাদুঘরের সামনে সমাবেশে সংশ্লিষ্টরা দাবী তুলেছেন দখলকারীদের তালিকা প্রকাশ করে নদী রক্ষায় আইনী ব্যবস্থা বাস্তবায়নের। নদী রক্ষার দাবী যৌক্তিক উল্লেখ করে আন্দোলনে সরকারের সমর্থন আছে বলে জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী।সমাবেশ শেষে সদরঘাটে বুড়িগঙ্গার উদ্দেশ্যে প্রতীকী পদযাত্রা করা হয়।