জাতীয়

দুর্নীতিবাজ কারোরই ছাড় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতিবাজ যেই হোক কাউকেই ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। নর্থসাউথ
বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দুর্নীতিবাজ- জনপ্রতিনিধিই হোক আর প্রশাসনের লোকই হোক না কেন কাউকেই ছাড় নয়। নর্থ সাউথ ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যার বিরুদ্ধেই অভিযোগ পাওয়া যাবে তাকেই আইনের আওতায় আনা হবে সে যেই হোক।আসাদুজ্জামান খান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য দুর্নীতিকে একটি চ্যালেঞ্জ মনে করছেন। সে জন্যই তার নির্দেশে আমরা দুর্নীতির বিরুদ্ধে একের পর এক অভিযান পরিচালনা করছি। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, আমরা যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সেটা ধরে রাখতে হলে টেকসই উন্নয়ন প্রয়োজন। আর টেকসই উন্নয়নের জন্য টেকসই শান্তি-স্থিতিশীলতা দরকার। এটা পেতে হলে টেকসই নিরাপত্তা দরকার। আমরা সেই নিরাপত্তার ব্যবস্থা করছি। যেখানে দুর্নীতিবাজ ও নিয়ম ভঙ্গকারী আছে, তাদের বিচারের আওতায় আনা হবে। কেউ রেহাই পাবে না। এটা আমাদের কমিটমেন্ট।জি কে শামীম কিভাবে এতগুলো নির্মাণ কাজ পেলো? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।দুর্নীতি, নিয়ম ভঙ্গকারী যারাই আছে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। কেউ শাস্তি থেকে বাদ যাবেনা বলেও জানান স্বরাস্ট্রমন্ত্রী। ঢাকার বুকেই স্পোর্টস ক্লাবের অন্দরে ক্যাসিনোর খোঁজ মেলে র‌্যাবের অভিযানে। বেরিয়ে আসে সুসজ্জিত জুয়ার আসরের ডিজিটাল বোর্ড। আটক করা হয় ইয়ংম্যান্স ক্লাবের সভাপতি বহিস্কৃত যুবলীগ নেতা খালেদা মাহমুদ ভূঁইয়াকে। এর একদিন পরই টেন্ডারবাজ জি কে শামীমের নিকেতনের অফিসে অভিযান। অফিসতো নয় যেন টাকার খনি। গ্রেপ্তার করা হয়েছে কলাবাগান ক্লাবের সভাপতি শফিকুল ইসাম ফিরোজকে। এদিকে, ২০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাওয়ার আগের দিন কয়েকটি আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তাদেরকে ক্যাসিনো, জুয়া, মাদক, টেন্ডারবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ।

Related Articles

Leave a Reply

Back to top button