করোনাজাতীয়

মাস্ক ছাড়া ঘরের বাইরে নয়, নির্দেশ সরকারের

করোনা ভাইরাস মোকাবিলায় ঘরের বাইরে সবার মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে মাস্ক ব্যবহার নিয়ে এ নির্দেশনা দেয়া হয়।

বৈঠকের বরাত দিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেন, ‘আমরা দেখছি ইউরোপ-আমেরিকায় নতুন করে করোনা ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। সেজন্য প্রধানমন্ত্রী বিশেষভাবে নজর দিয়েছেন, সবাই যাতে কেয়ারফুল থাকি, সবাই যেন মাস্ক ইউজ করি। বাকি কী হবে না হবে সেটা আনসার্টেইন বিষয়।’

আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা আশা প্রকাশ করেছেন, সবাই সচেতন হয়ে মাস্ক ব্যবহারে আরেকটু বেশি মনোযোগী হবেন, তাহলে অটোমেটিক্যালি আমরা এটা থেকে একটু রিলিফ পাবো। মন্ত্রিসভার নির্দেশনা হচ্ছে, সবাই যেন মাস্ক ব্যবহার করি।’

করোনা ভাইরাস মহামারির মধ্যে গেল জুলাই মাসের শেষ দিকে বাসার বাইরে সব জায়গায় সবার মাস্ক পরা বাধ্যতামূলক করে সরকার। অতি সংক্রামক প্রাণঘাতি এ ভাইরাস প্রতিদিনই মানুষের মৃত্যুর সারি দীর্ঘ করছে। তবে নানা অজুহাতে এখন অনেকেই মাস্ক পরছেন না।

তিনি বলেন, মাস্ক ব্যবহার নিশ্চিতে মোবাইল কোর্টের বিষয়ে কমিশনারদেরকে নির্দেশনা দেয়া হয়েছে। যতটুকু সম্ভব মানুষকে সচেতন করে, মোটিভেট করে বা ফোর্স করে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। যদি আইন প্রয়োগ করতে হয় তবে তাও করব।

পাবলিক প্লেসে কোনোভাবেই মাস্ক ছাড়া যাওয়া যাবে না জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘মসজিদ, জনসমাগমস্থল বা আসন্ন দুর্গাপূজায় কোনোভাবেই কেউ যেন মাস্ক ছাড়া বের না হয়, তা নিশ্চিত করা হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button