আন্তর্জাতিক

দিল্লিতে গুপ্তচরবৃত্তির দায়ে ধরা পড়েছে ২ পাক কূটনীতিক

গুপ্তচরবৃত্তির দায়ে দিল্লির পাকিস্তান হাই কমিশনের ২ কর্মকর্তা ধরা পড়েছে। সর্বশেষ ২০১৬ সালে এই ধরনের ঘটনা ঘটেছিল।

ভারতীয় সংবাদ মাধ্যম জিনিউজ জানায়, দিল্লিতে পাক হাইকমিশনের ভিসা সেকশনের কর্মকর্তা আবিদ হোসেন এবং তাহির হোসেন ভারত বিরোধী কর্মকাণ্ড পরিচালনার সময় হাতেনাতে ধরা পড়ে।

এই দুই কর্মকর্তা ভূয়া ভারতীয় আইডেন্টি ব্যবহার করতো বলেও সংবাদ মাধ্যমটি জানায়।

বিদেশমন্ত্রক বিবৃতি জারি করে পাকিস্তান দূতাবাসের ওই দুই কর্মীকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। এদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকেও কড়া বার্তা পাঠিয়েছে বিদেশমন্ত্রক। ভারতের তরফে সতর্ক করে দেওয়া হয়েছে পাক রাষ্ট্রদূতকে।

২০১৬ সালে দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তা মেহমুদ আখতার নামে একজনকে স্পর্শকাতর ডক্যুমেন্টসহ ধরাপড়ার পর অগ্রহণযোগ্য ব্যক্তি (persona non grata) হিসেবে ঘোষণা করা হয়েছিল বলে জানায় জিনিউজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button