জাবি ভিসির পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আন্দলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সামনে থেকে মিছিলটি বের হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে উপাচার্যের প্রশাসনিক কার্যলয়ের সামনে এসে শেষ হয় মিছিল।
পহেলা অক্টম্বরের মধ্যে উপাচার্যকে পদত্যাগের জন্য সময় বেধে দেয় আন্দোলনকারীরা। আজও ক্যাম্পাসে আসেননি উপাচার্য ড. ফারজানা ইসলাম। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে, রুদ্ধদ্বার বৈঠক করেছেন উপাচার্য অধ্যাপক ডক্টর ফারজানা ইসলাম
দুনীতির বিরুদ্ধে শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনে যখন ক্যাম্পাস উত্তাল, তখন কেন এই বৈঠকে, জানতে চাওয়া হলে, কোন সদুত্তর না দিয়ে চলে যান উপাচার্য। পরে, স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয়ের কোন বিষয় নয়, এটি নিছক সৌজন্য স্বাক্ষাত মাত্র।