রাজনীতি

সরকারের ইচ্ছা ব্যতীত খালেদা জিয়ার মুক্তি হবে না: মওদুদ

সরকারের ইচ্ছা ব্যতীত বেগম খালেদা জিয়ার মুক্তি জামিনে কোনোদিন হবে না বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব‌্যা‌রিস্টার মওদুদ আহ‌মেদ বলেছেন। তিনি বরেন সরকার যদি ইচ্ছা করেন আদালত তাঁকে জামিন দিয়ে দিবে। কারণ আদালত এখন আর স্বাধীন নাই। সরকারের ইচ্ছায় চ‌লে।’

শুক্রবার (৬ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা ফোরাম আয়োজিত মতবিনিময় সভা তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার মওদুদ আহমেদ, ‘এখন বিকল্প হলো আন্দোলন। আজকে সকল গণতান্ত্রিক, দেশপ্রেমিক, রাজনীতিক ও সামাজিক শক্তি সমুহকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে হবে।’

ব্যারিস্টার মওদুদ বলেন, ‘দেশে কোনও রাজনীতি নাই। রাষ্ট্র মানেই রাজনীতি। রাজনীতি মানেই রাষ্ট্র। আজকে সে রাজনীতি বাংলাদেশের মাটি থেকে বিলীন করে দেয়ার চেষ্টা চলছে শুধু মাত্র ক্ষমতার লোভে ক্ষমতার স্বার্থে।’

সংগঠনের সভাপতি আবু নাসের রহমতুল্লাহর সভাপতিত্বে ‘নাগরিক অধিকার, ন্যায় বিচার এবং বেগম খালেদা জিয়া’ শীর্ষক মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, গণফোরামের আব্দুল্লাহ আবু সাইয়্যেদ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button