জাতীয়

বিমানে যুক্ত হল বোয়িং বিমান রাজহংস।

যাত্রীসেবা ও রপ্তানি উন্নয়নের জন্য আরো দুটি বোয়িং ও কার্গো বিমান কেনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে নতুন বোয়িং বিমান রাজহংসের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। পরামর্শ দেন বিমানের রক্ষাণাবেক্ষণ ও যাত্রীসেবার মান বাড়াতে।

আকাশবীণা, হংসবলাকা ও গাংচিলের পর বাংলাদেশ বিমানেরবহরে যুক্ত হলো চতুর্থ ড্রিমলাইনার রাজহংস। ২০ শতাংশ কম জ্বালানি খরচে ৬৫০ মাইল বেগে উড়তে সক্ষম ড্রিমলাইনারটি একটানা উড়বে ১৬ ঘন্টা। ইলেক্ট্রিক ফ্লাইট সিস্টেমে নিয়ন্ত্রিত রাজহংস ২৭১ জন যাত্রীকে বহন করা উড়োজাহাজে মুঠোফোনে কথা বলা, ইন্টারনেট ব্যবহারসহ ৯ টি টিভি চ্যানেল দেখার সুবিধাও থাকছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির নতুন এই উড়োজাহাজ রাজহংসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানের অতীতের জরাজীন অবস্থার চিত্র তুলে ধরেন। বলেন, বিএনপি সরকার বিমানের ক্ষতি ছাড়া আর কিছুই করতে পারেনি।নতুন নতুন রুট বাড়ানো, বিমানবন্দরগুলোর আধুনিকায়ন, আরো দুটো বোয়িং ও কার্গো বিমান কেনা ও কার্গো ভিলেজ করার কথা জানান প্রধানমন্ত্রী। তবে, এগুলোর রক্ষনাবেক্ষণ ও যাত্রীসেবার মান বাড়াতে গুরুত্ব দিতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রাজহংস’ যুক্ত হওয়ায় সব মিলিয়ে বিমানের নিজস্ব উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো ১৬টিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button