গ্যাস রপ্তানি চুক্তি ‘পিএসসি-২০১৯’

বিদেশি কোম্পানিকে সমুদ্রের গ্যাস রপ্তানির সুযোগ দিয়ে উৎপাদন অংশীদারিত্ব চুক্তি পিএসসি-২০১৯ কে দেশের স্বার্থবিরোধী বলে মন্তব্য করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে পল্টনের কমরেড মণি সিংহ সড়কের মুক্তি ভবনে অনুষ্ঠিত এক সভায় এসব কথা উল্লেখ করেন তারা।
নেতারা বলেন, ‘পিএসসি-২০১৯’ বিদেশি কোম্পানিকে গ্যাস রপ্তানির সুযোগ দেওয়া হয়েছে। অন্যদিকে, বিদেশি কোম্পানির কাছ থেকে বাংলাদেশ যে গ্যাস কিনবে তার দাম বাড়িয়ে ৭ দশমিক ২৫ মার্কিন ডলার করা হয়েছে। সেইসঙ্গে ট্যাক্সও মওকুফ করা হয়েছে। এরফলে ১০ ডলার দিয়ে আমাদের গ্যাস কিনতে হবে।
তারা আরও বলেন, জনমত উপেক্ষা করে গ্যাসের সংকট দেখিয়ে উচ্চমূল্য গ্যাস (এলএনজি) আমদানি করা হচ্ছে। অন্যদিকে গ্যাস রপ্তানির চুক্তি করা হচ্ছে। দেশি-বিদেশি লুটেরা এবং বহুজাতিক কোম্পানির স্বার্থ রক্ষার জন্যই এটা করা হচ্ছে।
সরকার গ্যাস রপ্তানির সর্বনাশা পথ থেকে সরে না এলে আন্দোলনের কথাও বলেন তারা। দেশবাসীকে আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বানও জানান নেতারা।