আন্তর্জাতিক

আসামে এনআরসি তালিকায় না থাকাদের জন্য হচ্ছে আটককেন্দ্র।

আসামে তৈরি হচ্ছে ভারতের নতুন অ-নাগরিক আটক কেন্দ্র। এনআরসিতে ব্যর্থ বিদেশীদের জন্য নির্মিত এ কেন্দ্রে থাকছে প্রাথমিক বিদ্যালয়, হাসপাতাল, রান্নাঘরসহ বিনোদন কক্ষ। এমন আরও ১০টি কেন্দ্র তৈরির কথা রয়েছে।
এনআরসি নিয়ে উদ্বেগ চলছে আসামজুড়ে। আতঙ্ক আর অনিশ্চয়তায় কাটছে ১৯ লাখ মানুষের দিন।
এনআরসিতে বিদেশী বলে যারা স্থান পাবে না, তাদের জন্য নতুন করে আটক কেন্দ্র নির্মাণ করছে রাজ্য সরকার। মোট ১৫টি ব্লকে ২’শ জন করে ৩ হাজার মানুষের ধারণক্ষমতা থাকছে এই অ-নাগরিক আটক কেন্দ্রে। ব্যয় ধরা হয়েছে ৪৫ কোটি রুপি।
এনআরসি তালিকায় স্থান না পাওয়া ১৯ লাখ মানুষের মামলা আরো অন্তত ৮ মাস চলবে বলে ধারণা করছে রাজ্য সরকার । এ কারণে, অন্য কেন্দ্র থেকে প্রায় ১ হাজার জনকে এখানে আনা হবে বলে জানিয়েছেন তারা।
আসামের মতো পশ্চিমবঙ্গেও এনআরসি চালুর পরিকল্পণার কথা জানিয়েছে বিজেপি নেতারা। অন্যদিকে, এনআরসি নিয়ে রাজনীতি না করার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button