খেলা

আফিফের সাহসে জিতলো টাইগাররা।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে জিতিয়েছেন আফিফ হোসেন
বাংলাদেশের সামনে খুব বেশি চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে পারেনি জিম্বাবুয়ে। ১৮ ওভারে লক্ষ্য ১৪৫। ভালো শুরু করার পরও দায়িত্বজ্ঞানহীনতায় শুরু হয় যাওয়া আসার মিছিল। একপর্যায়ে হারের ভয়ই পেয়ে বসেছিলো বাংলাদেশের ড্রসিংরুমে। আশ্চর্যজনকভাবে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। শুরু থেকেই ভীষন সাহসী শট খলছিলো আফিফ। ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আফিফ-মোসাদ্দক।
শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার। তৃতীয় ওভারে বিনা উইকেটে ২৬ রান তুলেছিলেন দুজন। কিন্তু ওই ওভার থেকেই পতনের শুরু। চাতারার করা এ ওভারের শেষ বলে বোল্ড হন লিটন। পরের ওভারে চার বলের ব্যবধানে ফিরে যান সৌম্য ও মুশফিক। বিনা উইকেটে ২৬ রান তোলা বাংলাদেশ মাত্র ১০ বলের মধ্যেই ৪ উইকেটে ২৯। বেশিক্ষণ টিকতে পারেননি মাহমুদউল্লাহ ও সাব্বির রহমানও।
এরপর ম্যাচের নাটাই নিজের হাতে নেন আফিফ। মাদজিভাকে চার মারেন আফিফ।শন উইলিয়ামসের করা ১১তম ওভারে ১৫ রান তুলে নেন এ তরুণ। পরের ওভারে রায়ার্ন বার্লের প্রথম দুই বলে টানা দুই ছক্কা হাকান মোসাদ্দেক। ১২তম ওভার শেষে ৩৬ বলে দরকার ৪৯ রান
সপ্তম উইকেটে ৪৭ বলে ৮২ রানের জুটি গড়েন আফিফ-মোসাদ্দেক। তাঁদের এ জুটিই জয় এনে দেয় বাংলাদেশকে।
কাইল জার্ভিসের করা ১৬তম ওভার থেবে ১৩ রান তুলে নেন মোসাদ্দেক-আফিফ। এর মধ্যে শেষ দুই বলে উইকেটরক্ষকের দুই পাশ দিয়ে চোখ ধাঁধানো দুটি চার মারেন আফিফ। লক্ষ্যটা নেমে আসে ১২ বলে ১৫ রানে। ১৭তম ওভারে ফিফটি তুলে নেন আফিফ। ২৪ বলে অনাধারণ ফিফটি ।
চাতারার করা ১৭তম ওভারে ১০ রান আসায় জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ৫ রান। শেষ ওভারের দ্বিতীয় বলে আফিফকে তুলে নেন মাদজিভা। ১ ছক্কা ও ৮ চারে ২৬ বলে ৫২ রানের স্মরণীয় ইনিংসই খেললেন তিনি। আফিফ ফেরার পর ৪ বলে দরকার ছিল ৩ রান। সাইফউদ্দিন এর মধ্যে প্রথম ২ বলেই জয় নিশ্চিত করেন বাংলাদেশের। ২৪ বলে ৩০ রানের মূল্যবান ইনিংস খেলেছেন মোসাদ্দেক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button