জাতীয়

রোহিঙ্গাদের যারা এনআইডি দিচ্ছে তাদের বিরদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, একটি সংঘবদ্ধ চক্র রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট পাইয়ে দিতে কাজ করছে। এসব চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি। রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গারা কিভাবে মোবাইল সিম পেলো তাও খতিয়ে দেখা হচ্ছে।

১৯৭৮ সাল থেকে তিন দফায় রোহিঙ্গা অনুপ্রবেশ। রোহিঙ্গাদের সংখ্যা এখন প্রায় ১১ লাখেরও বেশি। বাংলাদেশে আশ্রয় নিয়েও সরকারি বিধি-নিষেধের কোনো তোয়াক্কা করছে না রোহিঙ্গাদের অনেকেই। জাতীয় পরিচয়পত্র তৈরি করে রীতিমতো বাংলাদেশী নাগরিকও হয়ে গেছে। রোহিঙ্গাদের তথ্য ঢুকে গেছে ইসির সার্ভারেও। এ নিয়ে তদন্তও শুরু হয়েছে। এরমধ্যেই বেশ কিছু স্থানে আইন শৃঙ্খলাবাহিনীর হাতে জাতীয় পরিচয়পত্র নিয়েও বেশ ক’জন রোহিঙ্গা ধরা পড়েছে। দু’দিন আগেও রোহিঙ্গাদের অবৈধ পাসপোর্ট ও ভূয়া নাগরিক পরিচয়পত্র তৈরির প্রতারক চক্রের ৬ জনকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব। রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে একটি অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে তিনি জানান, যে চক্র রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দিচ্ছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে। বেশ কয়েকজনকে ধরাও হয়েছে। আর রোহিঙ্গারা কোথা থেকে মোবাইল ফোন পেলো তাও খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, পুরো এলাকায়তো আর সংযোগ বন্ধ করা সম্ভব নয়। তারপরও তারা কিভাবে সিম পেলো, কারা দিলো তা দেখা হচ্ছে। মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের আমরা আশ্রয় দিয়েছি। তারা ক্যাম্প থেকে বের হবে না। যদি বের হয় তাহলে অন্য কোনো ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button