আন্তর্জাতিক

কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলকে পূর্ণ সিনেমার অংশ বিশেষ: মোদী

কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলকে পূর্ণ সিনেমার অংশ বিশেষ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে এক সভায় তিনি বলেন, আরো অনেক কিছু বাকি আছে।
নানা আলোচনা সমালোচনায় ১০০ দিন পার হলো মোদী সরকারের। এই সময়ে সরকার যা করেছে তা কেবলই মূল সিনেমার খন্ডচিত্র বলে উল্লেখ করেন নরেন্দ্র মোদী।
ঝাড়খন্ডের রাঁচীতে জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, কাশ্মীরের থেকে ৩৭০ ধারা বাতিলের মধ্যদিয়ে ভারত এক নতুন যুগে প্রবেশ করেছে।
তিনি আরো বলেন, দ্বিতীয়বার ক্ষমতায় এসে তাৎক্ষণিক তিন তালাক নিষিদ্ধ; তথ্য জানার অধিকার আইনের বিল কয়েক সপ্তাহের মধ্যে পাশ করেছেন। গত কয়েক দশকে মধ্যে এবারে লোকসভার অধিবেশন সবচেয়ে কার্যকরী ছিল বলেও দাবি করেন মোদী।
সরকারের নানা উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন নরেন্দ্র মোদী। পরে রাঁচীর নতুন বিধানসভা ভবনের উদ্বোধন করেন তিনি ।
এদিকে, নাগরিকপঞ্জি নিয়ে রাজনীতি না করতে মোদী সরকারকে হুঁশিয়ারী দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। উত্তর কলকাতায় এক জনসভায় তিনি বলেন, পশ্চিমবঙ্গে এনআরসি চালু করতে গেলে আগুনে হাত দেবেন মোদী।
১৯ লাখ মানুষ জাতীয় নাগরিকপঞ্জী তালিকা থেকে বাদ পড়ায় উদ্বেগ প্রকাশ করেন মমতা। বলেন, এদের দায়িত্ব কেন্দ্রীয় সরকারকেই নিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button