জাতীয়
মাইওয়ানের কারখানায় আগুন; ভবনটিতে ছিলো না অগ্নিনির্বাপন ব্যবস্থা।
গাজীপুরের ধীরাশ্রমে ইলেক্ট্রনিক পণ্য তৈরির প্রতিষ্ঠান মাইওয়ানের কারখানার আগুন ৫ ঘন্টা পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে পুড়ে গেছে ইলেক্ট্রনিক্স পন্য। কারখানা বন্ধ থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
সকাল সাড়ে সাতটার দিকে মাইওয়ান মিনিস্টার কারখানার ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। মূহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো ফ্লোরে।
ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটিতে অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিলো না।
কারখানা কর্তৃপক্ষ বলছে, ৬ তলায় তৈরি ইলেক্ট্রনিক্স পন্যের গোডাউন ছিলো।
আগুনের ঘটনায় তদন্ত কমিটি করে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।