বিএনপিকে শক্তিশালী দেখতে চায় আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগ নয় প্রতিহিংসা ও-খুনের রাজনীতি করে বিএনপি। এ মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। তিনি বলেছন, বিএনপিকে শক্তিশালী বিরোধীদল হিসেবে দেখতে চায় আওয়ামী লীগ।
বঙ্গবন্ধু এভিনিউতে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপোষহীন নেত্রী। তিনিই অপরাজনীতি ও স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন। আর, খালেদা জিয়া স্বৈরাচার এরশাদকে ক্ষমতায় আনার পথ রচনা করেছিলেন।
বিএনপি প্রতিহিংসার রাজনীতির সূচনা করেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী দলটিকে অপরাজনীতি থেকে বের হয়ে আসার আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে বিএনপিকে শক্তিশালী বিরোধী দল হিসেবে দেখতে চায় আ্ওয়ামী লীগ। অবান্তর বক্তব্য পরিহার করাতে বিএনপি নেতাদের প্রতিও আহ্বান জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।