শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে তেজগাঁওয়ে গার্মেন্টস শ্রমিকদের ৩ ঘন্টার বিক্ষোভ।

রাজধানীর তেজগাঁও শিল্প অঞ্চলে নাসা গ্রুপের পোশাক কারখানার শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। তাদের দাবি, দীর্ঘদিন কাজ করার পর কোন নোটিস ছাড়াই তাদের ছাটাই করছে কারখানা কর্তৃপক্ষ।
শ্রমিকদের অবরোধ-বিক্ষোভের করাণে মহখালী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ বলছে, মালিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে।
সকাল থেকে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড় অবরোধ করে নাসা গ্রুপের শ্রমিকরা।
শ্রমিকদের দাবি মালিকপক্ষ কোন নোটিস ছাড়াই দীর্ঘদিন কাজ করছে এমন শ্রমিকদের ছাটাই করছে। পাশাপাশি নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ তাদের।
সড়ক অরোধের কারণে তেজগাঁও সাতরাস্তা মোড়ে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে কর্মব্যস্ত মানুষ।
সড়ক থেকে শ্রমিকদের তুলে দেয়ার চেষ্টা করে পুলিশ। পুলিশের সঙ্গে ধাক্কা ধাক্কি হলে আহত হয় কয়েকজন শ্রমিক।
পুলিশ বলছে, সমস্যা সমাধানে মালিক, শ্রমিক ও বিজিএমএর প্রতিনিধিদের বৈঠকের উদ্যোগ নেয়া হয়েছে।
প্রায় তিন ঘন্টা সড়ক অবরোধের পর সড়ক থেকে উঠে যায় শ্রমিকরা।