লন্ডন ক্রিকেট লীগ এর ফাইনাল ডে ২০১৯ সম্পন্ন।

এক অনাবিল আনন্দ ঘন পরিবেশ ও বিপুল সংখক দর্শকের উপস্তিতে ব্রিটেনের কমিউনিটি ক্রিকেট জগতের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান লন্ডন ক্রিকেট লীগ (এলসিএল) এর ফাইনাল ডে ২০১৯ সম্পন্ন হয়েছে । হ্যাকনি মার্চ সেন্টারের ক্রিকেট মাঠে গত ৮ সেপ্টেম্বর দিনব্যাপী এ আয়োজনে অংশ গ্রহণ করে লন্ডন টাইগার্স ,রয়েল টাইগার্স ,বো টাইগার্স , প্লাটিনাস সিসি ও এনইও সিসি ক্লাব ।চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে লন্ডন টাইগার্স। রানার আপ এনইও সিসি।
সকাল ১০ টায় শুরু হয় এলসিএল ফাইনাল। এতে লন্ডন টাইগার্স মুখোমুখি হয় রয়েল টাইগার্স এর সাথে। বিজয়ী হয় লন্ডন টাইগার্স। রানারআপ রয়েল টাইগার্স।
সকাল ১১ টায় বো টাইগার্স লড়াই করে প্লাটিনাস সিসি’র সাথে।বিজয়ী হয় বো টাইগার্স সিসি। রানার আপ প্লাটিনাস সিসি।
চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স এর ফাইনাল খেলা শুরু হয় বিকাল ৩ টায়।এসময় তুমুল প্রতিযোগিতামূলক লড়াই হয় লন্ডন টাইগার্স ও এনইও সিসি মধ্যে।অবশেষে জয়ের হাসি হাসে লন্ডন টাইগার্স।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকির খান ,শাহিদুল আলাম রতন ,মেহতাব উদ্দিন আহমেদ ,যাওয়ার আলী ,মুস্তাক বাবুল ,মেসবাহ আহমেদ ,তানভীর আলম ,আব্দুস সালাম ,আরোজ মিয়াঃ ,হালিম,আবু সুফিয়ান ঝিলাম ,নাহিদ নেওয়াজ রানা।