মানববন্ধন নয় দানববন্ধন করছে বিএনপি: তথ্যমন্ত্রী

খালেদা জিয়াকে মুক্তির দাবিতে বিএনপি মানব নয়, দানব বন্ধন করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। তিনি বলেছেন, এইসব কর্মসূচি অশুভ কিছু করার ষড়যন্ত্রের ইঙ্গিত।
সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, দেশের জনগন ২০১৪ সালের মত বিএনপি-জামাত জোটকে দানব রুপে দাঁড়াতে দেবে না। শক্তিশালী বিরোধীদল হিসেবে টিকে থাকতে নিয়মতান্ত্রিক রাজনীতি করারও পরামর্শ দেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, বিএনপি একটি লিমিটেড কোম্পানি। ওই দলের নেতারা হলেন ভাড়াটে। মির্জা ফখরুল ইসলাম, মওদুদ আহমদ ও রুহুল কবির রিজভীরা অন্য দল থেকে এসেছেন। মওদুদ আহমদ আওয়ামী লীগ, জাতীয় পার্টি করে বিএনপিতে এসেছেন, আর মির্জা ফখরুল ইসলাম ও রুহুল কবির রিজভী ছাত্র জীবনে অন্য দল করেছেন।
ছাত্রলীগের কমিটি ভেঙ্গে দেওয়া নিয়ে ডক্টর হাছান মাহমুদ বলেন, সংগঠনটির বিরুদ্ধে সব অভিযোগ সত্য নয়। অনুপ্রবেশকারীদের অপকর্মের দায়ভার এসে পড়ছে, ছাত্রলীগের উপর।