প্রবাসে
নতুন গ্রহে পানির সন্ধান!

প্রথমবারের মতো সৌরজগতের বাইরে কে-টু এইটিন বি নামে গ্রহে পানির সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা জানান, গোল্ডলকস জোনে অবস্থিত ওই গ্রহের তাপমাত্রা খুব বেশি গরমও নয় খুব বেশি ঠান্ডাও নয়। ধারণা করা হচ্ছে, গ্রহটিতে প্রাণের বিকাশও ঘটতে পারে। একইসঙ্গে পৃথিবীর পর এটিকেই এখন পর্যন্ত সম্ভাব্য বাসযোগ্যগ্রহ মনে করছেন বিজ্ঞানীরা।
২০১৫ সালে প্রথম নাসার কেপলার স্পেস টেলিস্কোপে এটি ধরা পড়ে। গেল দু’বছর ধরে গ্রহটি পর্যবেক্ষণ করছেন নাসার বিজ্ঞানীরা। গ্রহটি পৃথিবীর চেয়ে প্রায় দুই গুণ বড় ও লাল রংয়ের একটি বামন গ্রহকে কেন্দ্র করে ঘুরছে।