রাজনীতি

রংপুর-৩ উপনির্বাচন: ২ প্রার্থীর মনোনয়ন বাতিল

রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন পত্র যাছাই বাছাই শেষে ৯ প্রার্থীর মধ্যে ৭ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ ২ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেছে রিটার্নিং অফিসার।
রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার জিএম শাহাতাব উদ্দিন যাছাই বাছাই শেষে জানান রংপুর-৩ আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে আওয়ামী লীগের রেজাউল করিম রাজু, জাপার শাদ এরশাদ , বিএনপির রিটা রহমান, জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী এরশাদের ভাতিজা আসিফ শাহারিয়ার, এনপিপির শফিউল আলম, গণফ্রন্ট্রের কাজী শহিদুল্লা এবং খেলাফত মজলিসের তৌহিদুর রহমান রাজু সহ ৭ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। অন্যদিকে দেড়শ কোটি টাকার বেশী ঋণ খেলাপি হওয়ায় বিএনপির বিদ্রোহী প্রার্থী কাওছার জামান বাবলা ও বাংলাদেশ কংগ্রেস দলের প্রার্থী একরামুল হকের মনোনয়ন বাতিল করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button