প্রবাসে

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে কর্মীদের নানা অভিযোগ

নিউইয়র্ক থেকে শামীমা আক্তার

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানকে সরিয়ে দেয়ার দাবি উঠেছে। গত ৮ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে রীতিমতো কর্মী সভা করে এ দাবি জানান স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।


সভায় বক্তারা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ আনেন। দলীয় পদের অপব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিল, তিন বছর মেয়াদী কমিটি আট বছর ধরে চালানোসহ স্বেচ্ছচারিতার অভিবোগ তুলে ধরেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আওয়ামী লীগ সভানেত্রীর ৭৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করলেও তিনি নেত্রীর নির্দেশ অমান্য করে নিজের পছন্দ মত, দলীয় কর্মী নয় এমন লোক দিয়ে ১৭৩ সদস্য বিশিষ্ট কমিটি করেছেন বলেও অভিযোগ করেন তিনি। বক্তারা বলেন, সিদ্দিকুর রহমান নিজেকে দলীয় সভানেত্রীর সাথেই তুলনা করেন। আট বছরে মাত্র তিনটি কার্যকরী কমিটির সভা করেছেন। তারা অভিযোগ করেন, সজীব ওয়াজেদ জয়ের প্রাণ নাশের প্রচেষ্টায় অর্থ জোগান দাতা ডাঃ ফেরদৌস খন্দকারকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা নিয়োগ দিয়েছেন তিনি। দলের গতিশীলতা ও শৃঙ্খলা ফেরাতে আসছে ২৮ সেপ্টেম্বর সম্মেলনে ড সিদ্দিকুর রহমানকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি পদে পুনঃ নির্বাচিত না করে সৎ, যোগ্য কাউকে বেছে নেয়ার দাবী জানান তারা।


সভায় বক্তৃতা করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক শাহ মোহাম্মদ বখতিয়ার, যুগ্ম সম্পাদক আইরিন পারভিন,নির্বাহী সদস্য হিন্দাল কাদির বাপ্পা, সাংগঠনিক সম্পাদক চন্দন দত্ত, শিক্ষা সম্পাদক এম এ করিম জাহাঙ্গির, উপদেষ্টা শফিকুল আলম, এম এ জলিল, কৃষিবিদ মকবুল তালুকদার, উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকন, তোফায়েল চৌধুরী, মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ শাহনাজ, আলী আক্কাস, হেলাল মাহমুদ, সিরাজুল ইসলাম,যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আশরাফউদ্দিন, শ্রমিকলীগের সহ-সভাপতি মঞ্জুর চৌধুরী, ‘শেখ হাসিনা মঞ্চের’সভাপতি জালালউদ্দিন জলিল, মাঈনউদ্দিন, স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি মো.আলমগীর, নিউইংল্যান্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফরিদা আরভী, শরিফ কামরুল হীরা, কায়েকোবাদ খান, ইলিয়ার রহমান, সাবু মিয়া, লিটন গাজী, আশরাফ মাসুক,জামাল হোসেন, পেনসিলভেনিয়া স্টেট আ. লীগের নেতা এম এ হাই, যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন চঞ্চল,যুবলীগ নেতা শেখ আব্দুল্লাহ, যুবলীগ নেতা মিজানুর রহমান, মোহাম্মদ শোয়েব, মোহাম্মদ আলীম,সহ অন্যরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button