জাতীয়
নির্বাচন ভবনের গ্রাউন্ড ফ্লোরে আগুন।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আগুন লেগেছে। রবিবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার পর নির্বাচন ভবনে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বলেন, ‘রাত ১১টা ৬মিনিটে নির্বাচন ভবনের গ্রাউন্ড ফ্লোরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার সাইদুল।
রাত ১২টার পর আগুন নিয়ন্ত্রণে আসার কথা বলা হলেও ধোঁয়া উড়ছিল।
রাত ১২টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে একজন কর্তব্যরত কর্মকর্তা জানান।
তিনি বলেন, “আগুন কিভাবে লেগেছে এবং ক্ষতি কী পরিমাণ হয়েছে, তা তদন্তর পর জানা যাবে।”