দেবর-ভাবীর সমঝোতা: বিবাদ মিটলো জাপায়
আপাতত জাতীয় পার্টির বিবাদ মিটেেলা। কাউন্সিল পর্যন্ত দলের চেয়ারম্যান থাকবেন জি এম কাদের আর সংসদে বিরোধীদলীয় নেতা থাকবেন রওশন এরশাদ। সকালে বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্যই জানান মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।
গেল তিনদিন ধরেই চলছিলো টানাপোড়েন। দুই পক্ষের সমঝোতার পর সংবাদ সম্মেলনে মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, গেল কয়েকদিনের সংকট মিটে গেছে।
আর কোনো সমসস্যা হবে না বলেও জানান জাপা মহাসচিব।
শনিবার রাতে বারিধারার কসমোপলিটন ক্লাবে রওশন ও জিএম কাদেরপন্থি নেতাদের বৈঠকে এই সমঝোতা হয়। রোববার দলের বনানীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ সেই সিদ্ধান্ত জানান।
তিনি বলেন, কাউন্সিল পর্যন্ত দলের চেয়ারম্যানের দায়িত্ব থাকবেন জি এম কাদের। আর বিরোধীদলীয় নেতা হিসাবে দায়িত্ব পালন করবেন রওশন এরশাদ। এ সিদ্ধান্ত আর নড়চড় হবে না বলেও জানান তিনি।
এছাড়া, রংপুরে এরশাদের আসনে কে প্রার্থী হবেন তা দুয়েকদিনের মধ্যেই নির্ধারণ করা হবে বলেও জানান মশিউর রহমান রাঙ্গা।
তিনি বলেন, গত রাতের বৈঠকে আরেকটি বিষয় এসেছিল, রংপুরের উপ নির্বাচন নিয়ে। সেখানে সাদ এরশাদের পক্ষে প্রস্তাব রাখা হয়েছিল, বিপক্ষেও কথা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, মহাসচিব ও চেয়ারম্যান বসে রংপুরের বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন- প্রার্থী কে হবে। আজ বা কালকের মধ্যে কথা বলে সিদ্ধান্ত নেব। তখন জানতে পারবেন।