অর্থ বাণিজ্য

ওয়ান বেল্ট ওয়ান রোড: চীনের ঋণের ফাঁদ এড়াতে সতর্ক থাকার পরামর্শ

চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে বাংলাদেশের লাভবান হওয়ার সুযোগ থাকলেও ঋণের ফাঁদ এড়াতে সর্তক থাকার পরামর্শ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। উন্নয়নের জন্য চীনের বিআরআই প্রকল্প গুরুত্বপূর্ণ হলেও অর্থায়নে জাতীয় স্বার্থ বিবেচনার তাগিদ দেন বক্তারা। শুধু অর্থনীতি নয় ভূ-রাজনীতির নানা দিক সম্পর্কে সচেতন থাকারও পরামর্শ দেন তারা।
এশিয়া, ইউরোপ, আফ্রিকা এমনকি আমেরিকার ১৫২টি দেশ নিয়ে চীনের বৈশিক উন্নয়ন পরিকল্পনাই হলো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা ওয়ান বেল্ট ওয়ান রোড। বিনিয়োগ পরিকল্পনার অর্থনৈতিক ও রাজনৈতিক নানা দিকও আছে। গণ চীনের শতবর্ষেই প্রকল্পটি শেষ করতে চায় দেশটি।
রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগের আয়োজনে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে সেমিনারে আলোচনায় অংশ নেন অর্থনীতিবিদ রেহমান সোবাহান, শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ন, পররাষ্ট্র সচিব শহীদুল ইসলাম, সিপিডির সম্মানীয় ফেলাে ড. দেবপ্রিয় ভট্টচার্যসহ অন্যরা। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, চীনের সাথে বিআরআই যুক্ত হতে হলে আগে তাদের অর্থনীতি বোঝা দরকার, তার পরেই দর কষাকষি। বিআরআইয়ে ব্যবসায়িক দিকটি গুরুত্বপূর্ণ হলেও ভাবনায় থাকতে হবে রাজনৈতিক দিকটিও।
শিল্পমন্ত্রী জানান, এই উদ্যোগে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখবে।
সিপিডির সম্মানিয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, প্রকল্পে অর্থায়নে বাংলাদেশের নতুন কোন দায় দেনা হবে কিনা- পারিপার্শ্বিক জলবায়ুর ওপর প্রভাব কি হবে এবং ব্যবসায়িক মহল কতখানি উপকৃত হবে সেদিকটা বিশ্লেষণ করতে হবে।
বিআরআই নিয়ে খোলামেলা আলোচনা করেই জাতীয় নীতিমাল নির্ধারণ করার তাগিদ দেন বক্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button