জাতীয়
বালিশ-পর্দায় দুর্নীতি অশনি সংকেত: ড. মোশাররফ
বালিশ ও পর্দা কেনায় দুর্নীতির ঘটনা জাতির জন্য আশনি সংকেত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ।
জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের আলোচনায় মোশাররফ হোসেন বলেন, সরকারের নিয়ন্ত্রনে নেই বলেই দুর্নীতি সীমা ছাড়েিয় গেছে। ৩০ তারিখের নির্বাচনের পর আওয়ামী লীগ ভোটের রাজনীতি থেকে বিদায় নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে খালেদা জিয়ার মুক্তির দাবীতে নয়াপল্টনে মিছিল করে জাসাস। এসময় রুহুল কবীর রিজভী বলেন, সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারনেই রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাচ্ছে না।