সাহিত্য ও বিনোদন

শরৎ উৎসবে ফুটেছে কাশফুল।

বকুলতলায় শরৎ উৎসব ফুটেছে কাশফুল। আকাশ নীলে ভাসছে এখন সাদা মেঘের ভেলা। প্রকৃতি বলছে, এখন শরতকাল। স্নিগ্ধতা ছড়ানো এই ঋতুকে বরণ করতে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর আয়োজনে এ উৎসবে যোগ দেয় নানা বয়সী মানুষ। আয়োজকরা বলছেন, আবহমান বাংলার ঋতুবৈচিত্র্যের সৌন্দর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই উদ্দেশ্য তাদের।
ঋতু পরিবর্তনে প্রকৃতিতে এখন শরতকাল । চারুকলার বকুলতলায় এসরাজ সুরে সূচনা হয় শরৎ উৎসবের। গ্রীষ্মের খরতাপ আর বর্ষার বিদায়ে ভাদ্র-আশ্বিন শরতের আধিপত্য। বাংলার প্রকৃতিতে শরৎ আসে আগমনী আর উৎসবের সুর নিয়ে।
সুর, ছন্দ আর নৃত্যে ঋতুবৈচিত্র্যের বাংলার আবহমান চিত্রকে তুলে ধরেন শিল্পীরা। এমন আয়োজন শহুরে জীবনে এনে দেয় ভিন্নতা। অসাম্প্রদায়িকতার বার্তা ছড়িয়ে পড়ে সবখানে।
ষড়ঋতুর বাংলাকে তুলে ধরা আর অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেয়ার এ আয়োজনের উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button