জাতীয়

মহাসড়কে টোল আদায় গণবিরোধী: রিজভী

শামীমা দোলা।

মহাসড়কে টোল আদায়ের সিদ্ধান্তকে ‘গণবিরোধী’ বলছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার সংবাদ সম্মেলনে বলেছেন, জনগণের পকেট কাটতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। এই ধরনের কর্মকাণ্ড থেকে সরকারকে সরে আসারও আহ্বান জানান রিজভী।
মঙ্গলবার একনেক সভার পর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জাতীয় মহাসড়কগুলোকে টোলের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

এই সিদ্ধান্তের সমালোচনা করে রিজভী বলেন, বেশিরভাগ সড়কেরই এখন বেহাল দশা। প্রতিনিয়ত সড়কে দুর্ঘটনা ঘটছে, সড়কে মৃত্যুর মিছিল থামছে না। এছাড়া যানজট লেগেই আছে। এর মধ্যে টোলঘর বসালে প্রতিবন্ধকতা আরও বাড়বে।
সেইসঙ্গে জনগণের খরচ বাড়বে বলেও মন্তব্য করে তিনি।
সংবাদ সম্মেলনে সরকারের করনীতিরএ সমালোচনা করেন এই বিএনপি নেতা।

রিজভী বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যা ও নির্যাতন বেড়ে গেছে।
সীমান্তে হত্যা না থামায় সরকারের সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, সীমান্ত হত্যার ঘটনায় রাষ্ট্র একেবারে চুপ করে বসে আছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা বিলকিস জাহান শিরিন, আবদুস সালাম আজাদ, মাহবুবুল হক নান্নুসহ অন্যরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button