জাপার দ্বন্দ্বে কারো পক্ষে যাবে না আওয়ামী লীগ: ওবায়দুল কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান-কো চেয়ারম্যান এবং বিরোধী দলীয় নিয়ে দ্বন্দ্ব দলটির অভ্যন্তরীণ বিষয়, এ ব্যাপারে কারো পক্ষই নেবে না আওয়ামী লীগ। যুবলীগের আলোচনায় সভায় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপ্রতিরোধ্য নেতৃত্বের কাছে রাজনৈতিকভাবে বিএনপি সংকটে পড়েছে।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণেই উন্নয়নের অনন্য উচ্চতায় বাংলাদেশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপ্রতিরোধ্য উন্নয়নের কাছে বিএনপি রাজনৈতিকভাবে সংকটে পড়েছে। এই সংকট থেকে বিএনপির আর ঘুরে দাঁড়াতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
জাতীয় পার্টিতে নেতৃত্বের টানাপোড়ন একান্তভাবেই দলটির নিজস্ব বিষয় বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জাতীয় পার্টিকেই এর সমাধান করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
রংপুর-৩ আসনের উপ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের সিদ্ধান্ত শনিবার সংসদীয় কমিটির বৈঠকে চূড়ান্ত হবে বলেও জানান ওবায়দুল কাদের।
২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উদযাপনে মাসব্যাপি কর্মসূচি নিয়েছে যুবলীগ।