খেলা

চট্টগ্রাম টেস্টর প্রথম দিন আফগানদের।

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন শেষে আফগানিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ২৭১ রান। দিন শেষে আসগর আফগান ৮৮ এবং আফসার জাজাই অপরাজিত আছেন ৩৫ রানে। রানে। ম্যাচে বাংলাদেশ চারজন স্পেশালিস্ট স্পিনার মাঠে নামালেও দলে ছিলো কোন পেইসার।
টস জিতে প্রথমেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত দলপতি রশিদ খানের। এদিন সবচেয়ে কম বয়সী হিসেবে অধিনায়কের দায়িত্ব পেয়ে রেকর্ড গড়েছেন আফগান দলপতি। শুরুটা অবশ্য প্রত্যাশা মতো হয়নি তাদের। ইহসান উল্লাহকে আউট করে টেস্টে বাংলাদেশী হয়ে দ্রুত গতির ১০০ উইকেটের মাইল ফলক ছুঁয়েছেন তাইজুল।
আরেক ওপেনার ইবরাহিম জাদরানও তাইজুলের শিকার। ইবরাহিম থেমেছেন ২১ রানে। ঠান্ডা মাথায় পরিস্থিতি নিজেদের অনুকূলে রাখেন রহমত শাহ ও আজগর আফগান। রেকর্ড গড়ে প্রথম আফগান হিসেবে টেস্টে সেঞ্চুরি তুলে নেন রহমত শাহ।
নাইমের জোড়া আঘাতে রহমত শাহ ১০২ রানে এবং মোহাম্মদ নবী ফিরেছেন শুন্য রানে। এরপর পাল্টা আঘাত আজগর আফগান ও আফসার জাজাইয়ের। দুইজনই দায়িত্বশীল ব্যাটিংয়ে পরিস্থিতি নিজেদের অনুকূলে রাখেন। আয়ারল্যান্ডে বিপক্ষে টেস্টে ফিফটির পর এ টেস্টেও ফিফটি তুলে নেন আজগর আফগান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button