জাতীয়

২০২১ সাল থেকে থাকছে না তৃতীয় শ্রেণীর পরীক্ষা।

বছর ব্যাপী মূল্যায়ন ব্যবস্থা চালু রেখে, তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা না রাখার পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সচিবালয়ে আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবসের সংবাদ সম্মেলনে সচিব আকরাম হোসেন জানান, তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত কার্যকর হবে ২০২১ সালে। আর আগামী বছর ১শ’ টি স্কুলে পদ্ধতিটি পরীক্ষামূলকভাবে চালু করার প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান তিনি।

তৃতীয় শ্রেণী পর্যন্ত কোন পরীক্ষা থাকবে না, সিদ্ধান্তটি পুরোনোই। কিন্তু, সেটা কবে, কিভাবে বাস্তবায়ন হবে তার কোনো পরিস্কার ধারণা মেলেনি এতোদিন।সচিব জানান, সিদ্ধান্ত ঠিকই আছে। কিন্তু বছর ব্যাপী শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি, স্কুল প্রদত্ত ডায়েরি’র প্রতিবেদন, এমনকি আচার আচরণসহ বেশ কিছু সুনির্দিষ্ট মুল্যায়নের পদ্ধতি যুক্ত হচ্ছে। মন্ত্রণালয় বিষয়টি নিয়ে এনসিটিবিসহ অংশীজনদের সাথে আলাপ-আলোচনা চলছে। ২০২১ সালে নতুন পাঠ্যসূচিতে এই কার্যক্রম চালুর আগে, প্রারম্ভিকভাবে একশ’ স্কুলে পাইলট প্রকল্প করার কথাও জানানো হয়, সংবাদ সম্মেলনে।এছাড়া, স্কুলে দুপুরে খাবার প্রদানে মিড ডে মিল নীতিমালার আলোকে প্রকল্প প্রণয়নের কাজও অনেকটা এগিয়েছে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা সচিব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button