আন্তর্জাতিক

লন্ডনে ভারতীয় হাইকমিশনে ডিম-ঢিল।

কাশ্মিরে বিশেষ সুবিধা বাতিলের প্রতিবাদে লন্ডনে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে প্রায় ১০ হাজার মানুষ। স্থানীয় সময় মঙ্গলবার জম্মু-কাশ্মির লিবারেশন ফ্রন্ট এর ডাকে আয়োজিত এ কর্মসূচিতে সমর্থন দেয় যুক্তরাজ্যের সবকটি পাকিস্তানি ও কাশ্মিরি সংগঠন। বিক্ষোভকারীরা উপত্যকা থেকে কারফিউ প্রত্যাহার ও সেখানে ভারতীয় বাহিনীর মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে শ্লোগান দেন। এক পর্যায়ে ভারতীয় হাইকমিশন ভবন লক্ষ্য করে ডিম, টমেটো, জুতা, বোতল ও পাথর নিক্ষেপ করে তারা। এতে ভবনের বেশ কয়েকটি জানালা ভেঙে যায়। এর আগে, ১৫ আগস্ট একই দাবিতে হাইকমিশন ঘিরে বিক্ষোভ করেন প্রায় ১৫ হাজার মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button