বিদেশিদের ডেকে কি বললো ঐক্যফ্রন্ট?
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। বুধবার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের বাসায় এই বৈঠক হয়। পরে ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেন জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি রাষ্ট্রদূতদের কাছে তুলে ধরা হয়েছে। বুধবার সকাল ১১টার কিছু পরে মঈন খানের বাসায় আসতে থাকেন বিভিন্ন দেশের কূটনৈতিকরা। এসময় উপস্থিত ছিলেন ঐক্য ফ্রন্টের নেতারা। তাদের সাথে প্রায় ২ ঘন্টা বৈঠক করেন রাষ্ট্রদূতরা।বৈঠক শেষে বেরিয়ে ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আ স ম রব বলেন, কূটনৈতিকদের সঙ্গে দেশের সমসাময়িক সামাজিক এবং রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে একাদশ জাতীয় নির্বাচন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা হয় বলে জানান ঐক্যফ্রন্টের নেতারা ।