প্রবাসে

পুরনো আইনে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি পাসপোর্ট বিভাগ।

সৌদি আরব থেকে যাওয়া অবৈধ অভিবাসীরা চাইলে ৫ বছর পর নতুন ভিসাতে ফিরতে পারতেন । ৫ বছর পর সৌদি আরব ফেরার সেই পুরনো আইনে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি পাসপোর্ট বিভাগ ।

সৌদি পাসপোর্ট বিভাগ জাওজাতের সূত্রে জানা গেছে, যারা অবৈধভাবে সৌদি আরব ত্যাগ করবেন, তারা আর সৌদি আরব ফেরত আসতে পারবেন না ।

পূর্ববর্তী নিয়ম ছিল, অবৈধ বা জেল খেটে যাওয়া প্রবাসীরা ৫ বছর পর চাইলে সৌদি আরব আবার ফিরে আসতে পারতেন নতুন ভিসাতে ।

তবে, বর্তমান নতুন আইনে ৫ বছর পর নতুন ভিসাতে আসার সুযোগটি আর থাকলো না । আগের নিয়মটি বর্তমানে রহিত করা হয়েছে ।

কফিলের হুরুব, বা বৈধ কাগজপত্রের অভাবে পুলিশে ধরা দিয়ে বা ধরা খেয়ে বাধ্য হয়ে দেশে চলে যেতেন অনেকে । দেশের ফেরার পর নির্দিষ্ট ৫ বছর ফুরালে তিনি আবার সৌদি আরব ফেরত আসতে পারতেন ।

তবে, পুরনো সেই আইনে সৌদি কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে কেউ চাইলেই আর ৫ বছর পর সৌদি আরব ফিরে আসতে পারবেন না ।

অবশ্যএটি শুধু অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে প্রযোজ্য ,-যারা অবৈধ অবস্থায় সৌদি আরব ত্যাগ করেছেন ।

যারা বৈধ অবস্থায় সৌদি আরব ত্যাগ করেছেন , ফাইনাল এক্সিট বা খুরুজে নেহায়াতে চলে গেছেন , তারা যে কোন মুহূর্তে নতুন ভিসা নিয়ে আবার ফিরে আসতে পারবেন ।

Related Articles

Leave a Reply

Back to top button