জাতীয়
আগস্টে রেমিট্যান্স পাঠানোয় ভাটা পরেছে।

রেহানা বেগম (মিম)
সোমবার (০২ সেপ্টেম্বর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, আগস্ট মাসে প্রবাসীরা ১ হাজার ৪৮২ দশমিক ৮৪ মিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। আগের মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৫৯৭ দশমিক ৬৯ মিলিয়ন ডলার।তবে ২০১৮ সালের আগস্টের তুলনায় ৭১ মিলিয়ন ডলার বেশি এসেছে এবার। গত বছরের আগস্টে প্রবাসীরা ১ হাজার ৪১১ দশমিক ৫ মিলিয়ন ডলার দেশে পাঠিয়েছিলেন।প্রতিবেদনে দেখা যায়, রাষ্ট্রীয় ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা সবচেয়ে বেশি অর্থ দেশে পাঠিয়েছেন। বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক লিমিটেডের মাধ্যমে কোনো অর্থই আসেনি। সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৫৯ মিলিয়ন ডলার। বিশেষায়িত দুটি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৩ মিলিয়ন ডলার।বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ হাজার ৮৭ মিলিয়ন ডলার। ২৯৩ মিলিয়ন আসায় বরাবরের মত এবারও শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় ১২ মিলিয়ন ডলার।