জাতীয়

ঢাকা মেডিকেল কলেজে আরও এক নারীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজে ভর্তি ডেঙ্গু জ্বরে আক্রান্ত মুন্নি বেগম নামের ৫২ বছর বয়সী নারী মারা গেছেন। তিনি কেরানীগঞ্জের খোলামুড়া এলাকার আলী আশরাফ ব্যাপারীর স্ত্রী।

শুক্রবার সকাল পৌনে ৮ টার দিকে আটতলার ডেঙ্গু ওয়ার্ডে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

মুন্নি বেগমের ছেলে ইমরান হোসেন হাসপাতালে সাংবাদিকদের বলেন, বেশ কয়েকদিন জ্বরে ভোগার পর গত বুধবার তার মাকে হাসপাতালে ভর্তি করা হয়। রক্ত পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে।

তবে ঢাকা মেডিকেলে ‘ডেথ রিভিউ’ প্রক্রিয়া চালু হওয়ায় মুন্নি বেগমের মৃত্যুর বিষয়ে কোনো কথা বলতে চাননি হাসপাতালের কর্তৃপক্ষ।

তবে হাসপাতাল সুত্রে জানা গেছে, হাস্পাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমশ কমছে।

শুক্রবার বিকাল পর্যন্ত এ হাসপাতালে ভর্তি ছিলেন মোট ৪৬৯ জন ডেঙ্গু রোগী। আর ৫৬ জন এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ডেথ রিভিউ প্রক্রিয়া শেষে এ বছর ডেঙ্গুতে মোট ৫২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে বিভিন্ন হাসপাতাল ও জেলার চিকিৎসকদের কাছ থেকে অন্তত ১৮০ জনের মৃত্যুর তথ্য পেয়েছে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button