জাতীয়

ত্রিপুরা থেকে আর বিদ্যুৎ আমদানি করবে না বাংলাদেশ

শামীমা আক্তার

ভারতের ত্রিপুরা থেকে নতুন করে বাংলাদেশ আর বিদ্যুৎ আমদানি না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (২৬ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদ্যুৎখাতে সহযোগিতা সংক্রান্ত বাংলাদেশ-ভারত যৌথ পরিচালনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস। আর ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভারতের বিদ্যুৎ সচিব সুভাষ চন্দ্র গার্গ।বৈঠক শেষে বিদ্যুৎ সচিব আহমেদ কায়কাউস জানান, লাভজনক না হওয়ায় ভারতের ত্রিপুরা থেকে প্রস্তাবিত ৩শ ৪০ মেগাওয়াট বিদ্যুৎ কিনছে না বাংলাদেশ। এছাড়া আমরা এমন কিছু জায়গা চিহ্নিত করেছি যেগুলো নিয়ে কাজ করলে উভয় দেশ লাভবান হবে।ভারতের বিদ্যুৎ সচিব সুভাষ চন্দ্র গার্গ বলেন, আমরা আশা করছি, দ্রুত রামপাল বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসবে। তবে কবে নাগাদ উৎপাদনে আসবে সেটা তিনি জানাননি।সোমবার ঢাকায় বিদ্যুৎখাতে সহযোগিতা সংক্রান্ত বাংলাদেশ-ভারত যৌথ পরিচালনা কমিটির কমিটির ১৭তম বৈঠক অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Back to top button