অর্থ বাণিজ্য
চামড়া ও চামড়াজাত পণ্য উন্নয়ন নীতিমালা ২০১৯ মন্ত্রীসভায় অনুমোদন
চামড়া ও চামড়াজাত পণ্য উন্নয়ন নীতিমালা ২০১৯ অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। সোমবার মন্ত্রী সভায় এ অনুমোদন দেয়া হয়।
এছাড়াও বিমান যাত্রী বা তাঁর পন্যের কোনো ধরণের ক্ষতি হলে তা পূরণে আকাশ পথে পরিবহন মন্ট্রিল কনভেনশন, ১৯৯৯ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। আইনটি না মানলে এয়ারলাইন্সগুলোকে ১০০ কোটি টাকা জরিমানা করা যাবে। নেপালে জীবন হারানো যাত্রীর পরিবার ১২ হাজার ডলার করে পেয়েছে, আইনটি থাকলে ৪০ হাজার ডলার করে পেতো।