আন্তর্জাতিক

রোহিঙ্গারা স্বেচ্ছায় মিয়ানমারে ফিরতে রাজি না।

কক্সবাজারের টেকনাফের জাদীমুরা শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা শিবিরে শুক্রবার (২৩ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সাক্ষাৎকার চলবে।রোহিঙ্গাদের সাক্ষাৎকারের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২২ আগস্ট) ২৯৫ জন অংশ গ্রহণ করলেও তালিকাভুক্ত তিন হাজার ৪৫০ জনের সাক্ষাৎকার শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম।তিনি বলেন, যতদিন পর্যন্ত এক হাজার ৩৭ পরিবারের সাক্ষাৎকার গ্রহণের কাজ শেষ না হবে ততদিন পর্যন্ত এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। আর তাদের মধ্যে কেউ কেউ যদি স্বেচ্ছায় মিয়ানমারে ফিরতে রাজি হন, তাহলে যেকোন সময় তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে। উল্লেখ্য, প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের পাঠানো তালিকা যাচাই-বাছাই করে সম্প্রতি সেখান থেকে এক হাজার ৩৭টি পরিবারের তিন হাজার ৪৫০ জন রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য ছাড়পত্র দেয় দেশটি। এদের মধ্যে থেকে সাক্ষাৎকারে অংশ নেওয়া ২৩৫টি পরিবারের মধ্য থেকে ৩০০ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হলেও রোহিঙ্গারা স্বেচ্ছায় মিয়ানমারে ফিরতে রাজি না হওয়ায় দ্বিতীয়বারের মতো বন্ধ হয়ে যায় প্রত্যাবাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button