অর্থ বাণিজ্যকরোনা

কঠোর লোকডাউনেও পোশাক কারখানা খোলা চান মালিকরা

রপ্তানিমুখী তৈরি পোশাক ও বস্ত্র খাতসহ এর সহযোগী শিল্পগুলো লকডাউনের আওতামুক্ত রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) , বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমইএ) ও এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ইএবি)।

রোববার দুপুরে, রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন।

সংগঠনটির নব নির্বাচিত সভাপতি ফারুক হাসান, এফবিসিসিআইর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন ও একে আজাদ, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, সহসভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএ’র সভাপতি মোহাম্মদ আলী খোকন, ইএবি সভাপতি আব্দুস সালাম মুর্শেদীসহ অনেকে উপস্থিত ছিলেন।

মোহাম্মদ আব্দুস সালাম বলেন, লকডাউনে পোশাক কারখানা বন্ধ থাকলে শ্রমিকদের গ্রামমুখী ঢল নামবে। এতে স্বাস্থ্য ঝুঁকি বাড়বে। তাছাড়া উত্পাদন বন্ধ থাকলে বিপাকে পড়বে মালিকরা। এতে আগামী দুই ঈদে শ্রমিকদের বেতন বোনাস নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে।

এফবিসিসিআইর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, শ্রমিকরা কারখানায় কর্মরত আছে বলেই তাদের স্বাস্থ্য সুরক্ষা দেয়া সম্ভব হচ্ছে। কিন্তু লকডাইনের নামে কারখানা বন্ধ থাকলে তাদের বিধিনিষেধ মানানো সম্ভব হবে না। কারখানায় সুরক্ষা দেয়ায় শ্রমিকদের মাঝে করোনা আক্রান্তের হার কম। গত ৩১ মার্চ পর্যন্ত এ খাতে ৫ হাজার জনের করোনা টেস্ট হয়েছে। আক্রান্তের সংখ্যা ৭০৯ জন। এ খাতে করোনা আক্রান্তের হার দশমিক শূণ্য তিন শতাংশ।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, করোনার দ্বিতীয় ঢেউ এবং এর প্রভাব সংক্রান্ত একটি হালনাগাদ তথ্য উপস্থাপন করে তাতে বলা হয়, ২০১৯- ২০ অর্থবছরে প্রায় ছয় বিলিয়ন ডলার মূল্যের রপ্তানি হারিয়েছে। আর চলতি অর্থবছরের প্রথম নয় মাসে ২০১৮-২০১৯ অর্থবছরের তুলনায় রপ্তানি হারিয়েছে ৯.৫ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button